সমমজুরির দাবিতে মিছিল সুইস নারীদের

বিশ্বের অন্যতম প্রগতিশীল দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডে নারীদের জন্য নেই মজুরির সমতা। তাই কাজ বন্ধ করে সুইজারল্যান্ডের রাস্তায় বিক্ষোভ করছেন নারীরা। সমমজুরির দাবিতে প্রথমবার দেশজুড়ে ধর্মঘট পালিত হওয়ার প্রায় তিন দশক পর আবার নারীদের আন্দোলন শুরু হয়েছে। নানা ধরনের আয়োজনের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্র্যাম নামক একধরনের গাড়িতে করে মিছিল, কনসার্ট থেকে শুরু করে দুপুরের খাবারের সময় বাড়ানো ও বড় পরিসরে বনভোজনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বার্নের সরকারি কার্যালয়ের সামনেসহ বিভিন্ন শহরে বিশাল বিক্ষোভের পরিকল্পনা করেছেন নারীরা।
কর্মক্ষেত্রে নারীদের ওপর সহিংসতা একেবারেই মেনে নেবেন না আন্দোলনকারীরা। যথাযথ সম্মান, মজুরিসহ জাতীয় পর্যায়ে ন্যূনতম বেতন চালু করার দাবি জানাবেন তাঁরা। কিছু কিছু শহরে শিশুদের নার্সারি বন্ধ রাখা হবে। স্কুলগুলো কিছু সময়ের জন্য খোলা রাখা হবে। তবে নারী কর্মীরা যেন কর্মসূচিতে অংশ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন অনেক রাজনীতিবিদ। আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে ১৫ মিনিটের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।