Bangla News Australia - Latest News Online - Sports :: Business :: Politics :: Travel :: Technology :: Entertainment
ঐক্যফ্রন্টের ঐক্য আরও সুদৃঢ় হবে : ড. কামাল
শুক্রবার, ০৭ জুন ২০১৯ ০৩:৩২ এ.এম.
Bangla News Australia - Latest News Online - Sports :: Business :: Politics :: Travel :: Technology :: Entertainment

বাংলা নিউজ, অস্ট্রেলিয়া

জাতীয় ঐক্যফ্রন্ট জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দাবি করে  জানান, দলগুলোর সঙ্গে বসে ঐক্য আরও সুদৃঢ় করা হবে।রাজধানীর বেইলি রোডের নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই বছরই আন্দোলন জোরদার করা হবে। জোটের মধ্যে কোনো বিভক্তি নেই বরং জোট সম্প্রসারণ করা হবে বলেও জানান ড. কামাল।


তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তোলা, আর সকল দল যারা সমমনা, তাদেরকে সঙ্গে নেয়া। সেই কাজটা আমাদের অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্রয়োজন এবং সচেতন রাজনৈতিক দলগুলো যারা আছে, তাদের ঐক্য অপরিহার্য।’