Bangla News Australia - Latest News Online - Sports :: Business :: Politics :: Travel :: Technology :: Entertainment
হৃতিক-টাইগারের সিনেমা ১০০ কোটির ক্লাবে
রবিবার, ০৬ অক্টোবর ২০১৯ ০৩:১০ পি.এম.
Bangla News Australia - Latest News Online - Sports :: Business :: Politics :: Travel :: Technology :: Entertainment

বাংলা নিউজ, অস্ট্রেলিয়া

বক্স অফিস মাতাচ্ছে হৃতিক রোশন ও টাইগার শ্রফের নতুন ছবি ‘ওয়্যার’। গত ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে মুক্তি পেয়েছে দুই সুপারস্টারের এই সিনেমা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে ‘ওয়্যার’। এক দিনেই আয় করেছে ৫৩ কোটি ৩৫ লাখ রুপি। ছবিটি মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে  পৌঁছে গেছে। আর চারদিনের আয় হিসেবে ঘরে তুলেছে ১২২ কোটি রুপি। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটির মোট আয়ের হিসাব তুলে ধরেছেন।


১৫০ কোটি বাজেটের ‘ওয়ার’-এর সাফল্য প্রসঙ্গে এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক বিবৃতিতে বলেন, ‘ছবিটি বিশ্বব্যাপী ভালোবাসা পাচ্ছে, এটি আমাদের জন্য বেশ বড় ব্যাপার। বয়স্করাও একটি ছবি পছন্দ করছেন, যা দুর্লভ বিষয়। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আশা করি, মানুষকে আমরা বিনোদন দিতে পেরেছি এবং আগামী দিনগুলোতেও দিতে পারব।’ যশরাজ ফিল্মস প্রযোজিত ব্যাপক আলোচিত এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর।