Bangla News Australia - Latest News Online - Sports :: Business :: Politics :: Travel :: Technology :: Entertainment
কোয়ারেন্টিনে জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল
সোমবার, ২৩ মার্চ ২০২০ ০৪:০৭ পি.এম.
Bangla News Australia - Latest News Online - Sports :: Business :: Politics :: Travel :: Technology :: Entertainment

বাংলা নিউজ, অস্ট্রেলিয়া

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গিয়েছিলেন তাঁর নিজ চিকিৎসকের কাছে। তিনি সেখানে যান মূলত তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও একটি প্রতিষেধক টিকা নিতে। এখন সেই চিকিৎসকই করোনাভাইরাসে আক্রান্ত। এ ব্যাপারে জার্মানির সরকারি মুখপাত্র স্টিফেন সিবার্ট জানান, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নিজের চিকিৎসকের কাছে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। ওই চিকিৎসকের কাছে তিনি নিউমোকোকাল টিকা নেন।


পরে ওই চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এতে ম্যার্কেলও পড়ে গেছেন শঙ্কায়। আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা–কোয়ারান্টিনে অবস্হান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। করানাভাইরাসে শরীরে ঢুকেছে কি না, তা এখন তাঁকে নিয়মিত পরীক্ষা করাতে হবে।