৩৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী খলনায়ক আহমেদ শরীফকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫ লাখ টাকা অনুদান দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি অভিনেতা আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন বাংলা ছবির এই খল অভিনেতা। অনুদানের জন্য তিনি তার ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহমেদ শরীফ ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগেও (২০১৪) পিত্তথলিতে পাথর ধরা পড়ায় রাজধানীর গ্রিন রোডের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি।
চলচ্চিত্র শিল্পী অভিনেতা আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার অভিনীত প্রথম ছবির নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ।
তবে বাংলা সিনেমায় খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে। এ ছবিটি সুপারডুপার হিট হয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’।